শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া : উপজেলা পর্যায়ে শুরু ২৬ ফেব্রুয়ারি

- আপডেট সময় : ০১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্ক:
স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এদিন উপজেলা বা থানা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৯ মার্চ। ইতোমধ্যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচি তৈরি করা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।
এছাড়া আগামী ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ইতোমধ্যে প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উপজেলা থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হলো।
অধিদপ্তর বলছে, যেসব উপজেলায় উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে, সেসব উপজেলা সরসরি নতুন সূচি অনুসারে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধিথ মেনে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।