সুনামগঞ্জ ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরো ধান সংগ্রহে মিলার ও খাদ‍্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্র বৃদ্ধির দাবি বিএনপির সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ তাহিরপুরে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের ঝড়ে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর, নেই মাথা গোঁজার ঠাঁই ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহীদ মিয়া গ্রেফতার দোয়ারায় সুরমা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : মিজান চৌধুরী তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার এসএসসি পরীক্ষার্থী মাথা ও হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি

৫২ কিমি পথ দৌঁড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ:

‘ভালো থাকুক মায়ের ভাষা’ স্লোগান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে সোমবার ৫২ কিলোমিটার পথ দৌড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ। ভোর সাড়ে চারটায় সিলেট থেকে এই দৌড় শুরু হয়। শেষ হয় সুনামগঞ্জ পৌর ভবন চত্বরে এসে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা একে একে বেলা একটার দিকে সুনামগঞ্জে এসে পৌঁছান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক ফুল দিয়ে তাঁদের বরণ করেন।

আয়োজকেরা জানান, তাঁরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আছেন তাঁরা। প্রথমবারের মতো এই আয়োজনে এই তরুণ দৌড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবী সাইক্লিস্টরাও অংশ নেন। শুরুটা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর চারটায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পরে ৫২ কিলোমিটার পথ হিসাব করে সিলেট শহরতলির মোল্লারগাঁও এলাকা থেকে সুনামগঞ্জ অভিমুখে দৌড় শুরু করেন তাঁরা। ১৯৫২ সাল স্মরণে রেখে সিলেট-সুনামগঞ্জ সড়কের এই ৫২ কিলোমিটার পথ নির্ধারণ করা হয়। এতে অংশ নেন তরুণ দৌড়বিদ আমিনুল হক, সুমন মুনশি, মিজানুর রহমান, মো. রায়হান আলম, শরীফ সোহাগ, মামুনুর রশিদ, এবাদ উল্লাহ, হিফজুর রহমান, জাহাঙ্গীর আলম ও হাসান মাসুদ। পথে পথে যাত্রাবিরতিতে চলে ‘ভালো থাকুক মায়ের ভাষা’ নিয়ে প্রচারণা।

 

বেলা ১১টার দিকে প্রথমেই সুনামগঞ্জে এসে পৌঁছান রায়হান আলম। পরে একে একে আসেন অন্যরা। সর্বশেষ বেলা একটায় এসে পৌঁছান আমিনুল হক। এ সময় সুনামগঞ্জ পৌর চত্বরে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মেয়র নাদের বখত দৌড়ে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

মেয়র নাদের বখত বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকারের দিন। আমাদের চেতনার বাতিঘর। পৃথিবীতে আর কোনো জাতি নেই, যারা মায়ের ভাষার সুরক্ষার জন্য জীবন দিয়েছে। বিশ্ব আমাদের সেই স্বীকৃতি দিয়েছে। তরুণদের এই আয়োজনে আমরা মুগ্ধ, অনুপ্রাণিত। নতুন প্রজন্ম মহান একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

 

এই আয়োজনের সমন্বয়কারী আমিনুল হক বলেন, ‘আমাদের মায়ের ভাষা, বাঙালির প্রাণের ভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা সুরক্ষার লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছে বিশ্ব স্বীকৃতি। গৌরবের ভিত গড়ে দেওয়া বাংলা মায়ের ভাষা আজ বিশ্বস্বীকৃত। এই স্বীকৃতিকে চির জাগ্রত করে রাখতে আমরা চাই সব সময় ভালো থাকুক মায়ের ভাষা। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫২ কিমি পথ দৌঁড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ

আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

আমার সুনামগঞ্জ:

‘ভালো থাকুক মায়ের ভাষা’ স্লোগান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে সোমবার ৫২ কিলোমিটার পথ দৌড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ। ভোর সাড়ে চারটায় সিলেট থেকে এই দৌড় শুরু হয়। শেষ হয় সুনামগঞ্জ পৌর ভবন চত্বরে এসে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা একে একে বেলা একটার দিকে সুনামগঞ্জে এসে পৌঁছান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক ফুল দিয়ে তাঁদের বরণ করেন।

আয়োজকেরা জানান, তাঁরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আছেন তাঁরা। প্রথমবারের মতো এই আয়োজনে এই তরুণ দৌড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবী সাইক্লিস্টরাও অংশ নেন। শুরুটা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর চারটায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পরে ৫২ কিলোমিটার পথ হিসাব করে সিলেট শহরতলির মোল্লারগাঁও এলাকা থেকে সুনামগঞ্জ অভিমুখে দৌড় শুরু করেন তাঁরা। ১৯৫২ সাল স্মরণে রেখে সিলেট-সুনামগঞ্জ সড়কের এই ৫২ কিলোমিটার পথ নির্ধারণ করা হয়। এতে অংশ নেন তরুণ দৌড়বিদ আমিনুল হক, সুমন মুনশি, মিজানুর রহমান, মো. রায়হান আলম, শরীফ সোহাগ, মামুনুর রশিদ, এবাদ উল্লাহ, হিফজুর রহমান, জাহাঙ্গীর আলম ও হাসান মাসুদ। পথে পথে যাত্রাবিরতিতে চলে ‘ভালো থাকুক মায়ের ভাষা’ নিয়ে প্রচারণা।

 

বেলা ১১টার দিকে প্রথমেই সুনামগঞ্জে এসে পৌঁছান রায়হান আলম। পরে একে একে আসেন অন্যরা। সর্বশেষ বেলা একটায় এসে পৌঁছান আমিনুল হক। এ সময় সুনামগঞ্জ পৌর চত্বরে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মেয়র নাদের বখত দৌড়ে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

মেয়র নাদের বখত বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকারের দিন। আমাদের চেতনার বাতিঘর। পৃথিবীতে আর কোনো জাতি নেই, যারা মায়ের ভাষার সুরক্ষার জন্য জীবন দিয়েছে। বিশ্ব আমাদের সেই স্বীকৃতি দিয়েছে। তরুণদের এই আয়োজনে আমরা মুগ্ধ, অনুপ্রাণিত। নতুন প্রজন্ম মহান একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

 

এই আয়োজনের সমন্বয়কারী আমিনুল হক বলেন, ‘আমাদের মায়ের ভাষা, বাঙালির প্রাণের ভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা সুরক্ষার লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছে বিশ্ব স্বীকৃতি। গৌরবের ভিত গড়ে দেওয়া বাংলা মায়ের ভাষা আজ বিশ্বস্বীকৃত। এই স্বীকৃতিকে চির জাগ্রত করে রাখতে আমরা চাই সব সময় ভালো থাকুক মায়ের ভাষা। ’