৩ এপ্রিলের মধ্যেই এসএসির টেস্ট পরীক্ষা

- আপডেট সময় : ০১:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্ক:
চলতি বছরের এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। করোনা মহামারির কারণে গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দে টেস্ট পরীক্ষা হয়নি। কিন্তু ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেয়া হবে। আগামী ৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষর্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।
বোর্ড আরও জানিয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে, যেসব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বলেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।