সংবাদ শিরোনাম ::
কবিতা#মুনাফিক-আছাদুর রহমান আছাদ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / 344
কবিতা
মুনাফিক-আছাদুর রহমান আছাদ
ধোকাবাজি করছে তারা বলছে আমি ইসলামের
আসলে তো ভেক ধরেছে দালাল তারা কাফেরের ।
নামাজ রোজা করছে তারা বলছে আমরা মুসলমান
অন্তরে তার মুনাফেকি না আছে তার খাছ ঈমান ।
ধোকায় পড়ে যাচ্ছে মানুষ দেখে এমন বেইমানি
হুশিয়ার থাকো মোমিন লও চেতনা ঈমানী ।
আসবে তারা তোমার কাছে বলবে আমি তোমার ভাই
আল্লাহতালা রিজিক দেন তুমি আমি সবাই খাই ।
থাকবে তারা তোমার সাথেই চিনবে না তো দেখে মুখ
খাবে শুবে একই সাথে শেষে করবে ছিদ্র বুক ।
চিনবে তারে আচরণে কাজে এবং কর্মে ভাই
ভাব দেখাবে এই জগতে তার মত আর বন্ধু নাই ।
রাসুল (সাঃ) বলেন মুনাফিক যে কাফির থেকে ভয়ংকর
সমজে চলো হও হুশিয়ার তারাই সবছে ক্ষতিকর ।
দিও না ঠাই আপন ভেবে তারা কভু আপন নয়
জাহান্নামের নিম্নতলে তাদের অবস্থানটি হয় ।