পশ্চিমাদের গোপনীয় মুসলিম নিধন এজেন্ডা-ওবায়দুল মুন্সী

- আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / 204
পশ্চিমাদের গোপনীয় মুসলিম নিধন এজেন্ডা
————————————ওবায়দুল মুন্সী
আমরা সচেত সমাজকর্মীদের জানা দরকার যে
আন্তর্জাতিক গণমাধ্যমের নিয়ন্ত্রণকারী, আমেরিকা-ইসরাইল ও তাদের মিত্ররা। আমাদের অনেক গণমাধ্যমও শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলাও করে খবর ছাপছে। এদিকে গত ৪৮ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের উপর, আমেরিকা সোমালিয়ার উপর, ইসরাইল সিরিয়ার উপর আর সৌদি আর ইয়েমেনের উপর বোমা হামলা করেছে। পত্রিকার কিছু বিজ্ঞ কলামিস্ট আছেন, যাঁরা লিখছেন বা লিখবেন আপনাদের কলমও যেন ন্যায়স্থানে থেকে বিস্তারিত লিখে যায়। কারণ- আপনাদের কলাম পড়ে সুধীজনের বোধোদয় হয়।
আজ পশ্চিমাদের মুসলিমবিধ্বংসী চক্রান্তমিশনের স্বীকার হচ্ছে একের পর এক মুসলিমরাষ্ট্র! যদিও অনেক শক্তিশালী মুসলিমরাষ্ট্রকে পশ্চিমারা সরাসরি আক্রমণ করতে সাহস করে না কিন্তু সেই মুসলিম রাষ্ট্রদের দিয়েই চক্রান্ত এজেণ্ডা বাস্তবায়ন করে।
আজকের সৌদিআরব ইয়েমেনের উপর আক্রমণই তার বাস্তব প্রমাণ। সেই অতীত থেকেই পশ্চিমা ইহুদি-খ্রিস্টান মিশনের মুসলিমনিধন চক্রের শিকার একেরপর এক মুসলিম রাষ্ট্র। অথচ, মানবতার রক্ষাকবচ সারাবিশ্বজুড়ে তারাই বিক্রি করছে। আর, এই রক্ষাকবচ বুকে নিয়ে চোখে কালো চশমা এঁটে দিয়েছেন আমাদের সচেতন মুসলিম কিছু বুদ্ধিজীবী।
‘আড়াই সেকেণ্ড জীবনের এই নশ্বর দুনিয়ায় কবে যে অশান্ত দাবানল নিভে গিয়ে শান্তিময় হবে, সেটা কেউ বলতে পারছি না! কারণ- আমাদের বিভিন্ন ধর্মপ্রিয় মানুষের চিরস্থায়ী শান্তির জায়গা তো জান্নাত বা স্বর্গলোক…