কবিতা #জলজ সংসার-দেলোয়ার হোসেন দিলু

- আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
জলজ সংসার
দেলোয়ার হোসেন দিলু
কম বখত সময় গিলে খেয়েছে আমার
গোধুলীর শ্বাস, আমি আর দাঁড়াতে পারি না,আমি আর দেখতে পাই না করচের বন
হিজলের বন
সারি সারি গুচ্ছ গ্রাম
সময়ের আগুনে পুড়েছে নিঃশ্বাসের বন
ঝিমিয়ে গেছে মৌনতার অনন্ত প্রহর
যে দিকে তাকাই মাঠ ফাটা রোদ
ঝিলিক ঝিলিক খেলে দুলকি আগুন।
তৃঞ্চায় কেঁপে উঠে জীর্ন হাত
শ্বাস টেনে টেনে ঝিমোয় সতেজ পল্বব
পান কৌড়ির দুরন্ত দল
মাছ রাঙার সতেজ ঠোঁট
ছায়া চাই ছায়া চাই বলে চিৎকার করে
বিলাসী সময়,
জিহবার স্বাদ ঢেকে রাখে হাহাকারে গোলায় ।
উনুনের আগুন মিছিলে নেমেছে রাজপথ
দুপুরের ছায়াগুলো সিদ্ধ করে করে
নেমে গেছে সন্ধ্যার হাত
আমি দেখি না প্রজাপতি
আমি দেখি না গংগা ফড়িং
কেবল নীড়ে পড়ে থাকে পাখির পালক,
ক্যামারার সাটার চমকায় আশ্বাসের
গারদে
বিশ্বাসেরা কেবলি ছবি হয়
কেবলই শিরোনাম
কখন ও কখন ও
মঞ্চ কাঁপায় বিশ্বাসের তালুতে
মেহনতির হাত
আবার
মুখরিত হবে ঝাউ বন আবার ফিরবে পাখি নীড়ে
ডানায় ডানায় ঝাপটিয়ে বেড়াবে প্রজাপতি রং
আর আমি ভোরের আলোয় কুড়াবো সুন্দেরর কঙ্কর ।