এসআই দেবাশীষ পুলিশ লাইনে ক্লোজড

- আপডেট সময় : ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
শান্তিগঞ্জে পুলিশি ‘নির্যাতনে’ উজির মিয়া নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় শান্তিগঞ্জ থানার সাবইন্সপেক্টর দেবাশীষ সূত্রধরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। দিরাই থানার ওসি আজিজুর রহমান ও শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ ফেব্রুয়ারি রাতে শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ, এস আই পার্ডন কুমার সিংহ ও এস আই আক্তারুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য গরু চুরির অভিযোগে উজির মিয়াকে নিজ বাড়ি শত্রুমর্দন থেকে আটক করেন। ওই দিন গভীর রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন নিয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বাড়িতে আসার পর উজির মিয়ার শারিরীক অবস্থার অবনতি হয়। ২১ ফেব্রুয়ারি সুনামগঞ্জের কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর উজির মিয়ার লাশ পাগলাবাজার এলাকায় সড়কে রেখে পুলিশি ‘নির্যাতনে’ তার মৃত্যু হয়েছে অভিযোগ এনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে রেখেছিলেন এলাকাবাসী। এ ঘটনায় জেলা প্রশাসনের একটি ও পুলিশের দুটি পৃথক তদন্ত কমিটি হয়েছে।
পুলিশের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে হওয়া তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার বিকালে শত্রুমর্দনে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সময়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার সাবইন্সপেক্টর দেবাশীষ তালুকদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন জানান, দেবাশীষ সুত্রধরকে ২৩ ফেব্রুয়ারি দিরাইয়ে বদলি করা হয়েছিল। তিনি ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ সুনামগঞ্জ থেকে রিলিজ নেন। দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, ২৫ ফেব্রুয়ারি এসআই দেবাশীষ দিরাইয়ে যোগদান করেন। শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের আদেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।