সংবাদ শিরোনাম ::
কবিতা #একতাই বল-ইয়াকুব বখ্ত বাহলুল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২৪২ বার পড়া হয়েছে
একতাই বল
ইয়াকুব বখ্ত বাহলুল
চড়ুই পাখি বাবুই পাখি
দল বেঁধে উড়ে,
কখনোবা কাছে উড়ে
কখনোবা দূরে।
কিচিরমিচির করে চড়ুই
বাড়ির আঙিনায়,
উড়ে ঘুরে ঘরের ভেতর
বসে বারান্দায়।
বাবুই পাখি বানায় বাসা
তালের গাছে গাছে,
বৃষ্টি বাদল ঝড় এলে ও
হাওয়ার তালে নাচে।
এক সাথে ঘুরে পাখিরা
করে ছুটোছুটি,
থাকে সদা মিলে মিশে
ভাঙে নাকো জুটি।
নিজ হাতে গড়ে বাসা
বাবুই পাখির দল,
একতাই শক্তি তাদের
একতাই বল।