নিজস্ব প্রতিবেদকঃ
মমিনুল মউজদীন স্মৃতি একাডেমী কাপ ফুটবল শুরু হচ্ছে আগামী ১ মার্চ মঙ্গলবার। ঐদিন বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- দিরাই ফুটবল একাডেমী, সেবুল স্পোর্টিং ক্লাব, জাবেদ ফুটবল একাডেমী, খেলাঘর ফুটবল একাডেমী, বিশ্বম্ভরপুর ফুটবল একাডেমী, নান্দনিক ফুটবল একাডেমী, সৈয়দপুর ফুটবল একাডেমী, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী, সানজানা ফুটবল একাডেমী এবং ছিলাউরা ফুটবল একাডেমী।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে খেলা।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান।