সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরের পরীক্ষা হোক

- আপডেট সময় : ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে সংক্ষিপ্ত পরিসরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
০২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালুর কথা রয়েছে।
এরই মধ্যে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম এবং সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার যেসব বিষয়ে পরীক্ষা হবে এর মধ্যে তিন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস এবং নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। অন্য বিষয়গুলোরও সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হবে।
যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে সেহেতু ১০০ নম্বরের পরীক্ষা নেওয়াই যুক্তিযুক্ত মনে করছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞগণ।
২০২১ সালের পরীক্ষা ৫০ নম্বরে নেওয়া হলেও সেখানে প্রশ্নপত্র ছিল ১০০ নম্বরের। সৃজনশীল ১১টি প্রশ্নের মধ্যে ৩টি এবং বহুনির্বাচনী ৩০/২৫টির মধ্যে ১৫/১২টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বেশি প্রশ্ন থেকে কম প্রশ্ন বাছাই করতে সময় ক্ষেপন হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, যেহেতু পরীক্ষার আরও ৩ মাস সময় রয়েছে, সিলেবাস আবারও সংক্ষিপ্ত করা হয়েছে সেহেতু ১০০ নম্বরের পরীক্ষাই নেওয়াই যুক্তিযুক্ত হবে।
এতে শিক্ষার্থীদের পড়াশুনা হবে, সকল বিষয়ে ধারণা তৈরি হবে, ভবিষ্যৎ প্রতিযোগিতার জীবনে কাজে লাগবে।
সংশ্লিষ্টরা এব্যাপারে নজর দিবেন এটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের।