৫ মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে-তাহিরপুর ইউএনও

- আপডেট সময় : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যরা।
রবিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির নিয়মিত সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মাটিয়ান হাওরের প্রকল্প কমিটির সভাপতি সাঞ্জব উস্তার, গুরমা হাওরের প্রকল্প কমিটির সভাপতি আবুল খায়ের প্রমুখ।
সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে শেষ করার কথা।
সরজমিন ঘুরে দেখা গেছে এখনো বাঁধ নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ বাকী রয়েছে। আগামী ৫ মার্চ শনিবারের মধ্যে বাঁধের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট প্রকল্প কমিটির সভাপতি ও সেক্রেটারীদের মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেয়া হবে।
সভায় উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমা বর্ধিতাংশ ও মহালিয়া হাওরের প্রকল্প কমিটির সভাপতি, সেক্রেটারী ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।