সংবাদ শিরোনাম ::
সুপ্ত প্রতিভা#দেলোয়ার জাহান শামীম

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে
সুপ্ত প্রতিভা
দেলোয়ার জাহান শামীম
আমি অঞ্জলি প্রসাদ
বিলিয়ে কতো
পাইনি সাধ যতো,
পেয়েছি অপরে
বিলিয়ে জ্ঞান
অন্তরে অমৃত।
দূর্বল যবে
কলম ধরে
শমসের রক্ত ঝরে,
জীর্ণ-শীর্ণ মরুর বৃক্ষ
সবুজ
শ্যামলীমায় ভরে।
আঁধারে আমি
আলোই দেখি
যদিও শীর্ণ কায়া,
সতেজ হবেই
জ্ঞান মরু
সুপ্ত প্রতিভা দিয়া।