সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদী#নাসিমা জোহা চৌধুরী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১৪৩ বার পড়া হয়েছে
যাদুকাটা নদী
নাসিমা জোহা চৌধুরী
কাটায় কাটায় যাদুমাখা
যাদুকাটা নদী
আসতে হবে সুনামগঞ্জে
দেখতে চাও যদি।
বুকভরা তার কাজলকালো
কাকচক্ষু সম জল,
ঢেউ যেন নদীর পায়ে
সেই রজত শুভ্র মল।
গভীরে তার ব্লাকডায়মণ্ড ও
মৎস্য রাজ্য আছে
পাথর বালি মুক্তা ঝিনুক
কি নেই বল তার কাছে?
যাদুকাটা মানেই হলো
সৌন্দর্যের এক হাড়ি,
প্রান্ত ছুঁয়ে দাঁড়িয়ে তার
টিলা সারি সারি।
যাদুকাটা নাম যেমনি
তেমনি নদীর রূপ,
ভর দুপুরে শান্ত শীতল
একেবারেই সে চুপ।
দেখতে হলে আসতে হবে
সুনামগঞ্জে যে ভাই,
সুনামগঞ্জ, রূপের রাজ্য
তার নাই তুলনা নাই।