কৈশোরকালিন স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে কৈশোরকালিন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত “ট্রেনিং অব সেকেন্ডারী স্কুল টিচার্স অন এ্যাডোলসেন্ট হেলথ” বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহমদ হোসাইন।
ডা. আহমদ হোসাইন বলেন, “শিক্ষকগণ শিক্ষার্থীদের একেবারে কাছাকাছি অবস্থান করেন। তারা ইচ্ছে করলেই শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালের বিভিন্ন বিষয় সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবেন।”
সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মারুফা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, “বয়ঃসন্ধিকাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু ও যুবক বয়সের মাঝখানে কৈশোরকালে মানুষের মানসিক ও শারীরিক ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন হয়ে থাকে। এসময় সঠিক শিক্ষা দিতে না পারলে শিক্ষার্থীরা নানামুখী ক্ষতির সন্মুখীন হবে। জাতি ক্ষতিগ্রস্থ হবে।”
তিনি বলেন, “কিশোর কিশোরীদের সকল বিষয় অভিভাবক ও শিক্ষকগণ ভালোভাবে অনুধাবন করতে পারেন। শিক্ষকদেরকে নিজ বাসায় ও প্রতিষ্ঠানে অভিভাবকসূলভ আচরণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করীম, গীতা পাঠ করেন প্রতাপ কুমার মণ্ডল।
সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।