আল-মানার’র মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান

- আপডেট সময় : ০২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৫১ বার পড়া হয়েছে
হুসাইন মু. সারোয়ারঃ
আলহেরা জামেয়া ইসলামিয়া ছাত্রাবাসের প্রথম ম্যাগাজিন ‘আল-মানার’ -এর মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় আলহেরা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার অধ্যক্ষ মাও. মো. আবুল কালাম আজাদ।
হোস্টেল সুপার মাও. হুসাইন মু. সারোয়ারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জামেয়ার সিনিয়র শিক্ষক মাও. মতিউর রহমান, বাংলা প্রভাষক কবি আব্দুল্লাহ আল মামুন, মাও. শাহজাহান কবির, মো. জহিরুল ইসলাম, তাহাজ্জত আলী, প্রাক্তন শিক্ষার্থী পিএইচডি গবেষক মো. আব্দুল খালিক, হাফিজ হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,শিল্পী আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন হোস্টেল সুপার।