কাঁকড়া ও ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকছে-পাউবো কর্মকর্তা

- আপডেট সময় : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আমির হোসাইন
সুনামগঞ্জের হাওর এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি নির্মিত বাঁধ এখন যেন মরণ ফাঁদ। শাল্লায় বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগের শেষ নেই।পাহাড়ি ঢলে নদীতে পানি বাড়ায় বাঁধগুলো ঝুকিপূর্ণ হওয়া বাঁধে কাজ করছে হাজার হাজার কৃষক।সেখানে কৃষকদের সাথে উপহাস করে পাউবো কর্মকর্তা বললেন কাঁকড়া ও ইদুরের গর্ত দিয়ে পানি ঢুকছে।
এদিকে পাউবো কর্মকর্তার এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছে।
স্থানীয়রা ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পাউবো কর্মকর্তা আব্দুল কাইয়ুমের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি করছে।
এলাকাবাসী জানান,২১ থেকে ২২ লাখ টাকার পিআইসিতে সেখানে কাজ করা হয়েছে মাত্র পাঁচ লাখ টাকার। যার কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘব হচ্ছে না।
শাল্লা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া বলেন, অনেকের জমি নেই তারা পিআইসির মালিক হচ্ছেন, আর যাদের জমি আছে তারা বঞ্চিত।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, যে পানি আসছে এটা পুরনো কোনো গর্ত; বিশেষ করে এটা হতে পারে কাঁকড়ার বা ইঁদুরের গর্ত সেটা দিয়ে পানি ঢুকেছে। এখনো কোনো বাঁধ ভেঙে পানি ঢোকেনি।
অভিযোগের কথা স্বীকার করে তদন্ত চলছে বলে জানালেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব।
তিনি বলেন, বাঁধের ওখানে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু বিষয় তদন্ত করে প্রমাণিত হয়নি; আর কিছু বিষয়ে তদন্ত চলছে। জেলায় কমিটি করে দেওয়া হয়েছে। এটা তদন্ত করে সঠিক বিষয় জানা যাবে।