শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু আহত ২

- আপডেট সময় : ০৫:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আমির হোসাইন, শাল্লা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মকবুল খাঁ (৫০) ও ছেলে মাসুদ খাঁ (৭)। বৃহস্পতিবার সকাল ৭ টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে যান। সকাল ৭ টায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়।
নিহত মুকবুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেনকে(৭) আহত অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান, সকালে কৃষি কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।
এব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।