তাহিরপুরে ৪০টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
মুজিববর্ষের গৃহহস্তান্তর কার্যক্রমের ৩য় পর্যায়ের ২য় ধাপে তাহিরপুর উপজেলায় নির্মিত ৪০টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। উপকারভোগীর নিকট গৃহের মালিকানা সংক্রান্ত দলিল হস্তান্তর করা হবে।
এ উপলক্ষে ১৯ জুলাই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, তথ্য প্রকাশনা সম্পাদক তানভির আহমেদ, প্রচার সম্পাদক খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। ‘ক’ শ্রেণির পরিবারগুলোকে ০২ (দুই) শতাংশ জমি ও দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি প্রদান করা হচ্ছে। পাশাপাশি জমির রেজিস্ট্রেশন, নামজারী, কবুলিয়তসহ অন্যান্য দলিলাদিও সরকারি খরচে সম্পন্ন করা হচ্ছে। মুজিববর্ষের এসব ঘরে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, আশা করি এ ঘর পেয়ে উপকারভোগীরা আর্থ সামজিকভাবে লাভবান হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলা প্রশাসন ‘ক’ শ্রেণির পরিবারের জন্য মুজিববর্ষের ঘর নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১ম পর্যায়ে ৭০টি এবং ২য় পর্যায়ে ৭৬টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা। হয়েছে। বর্তমানে তয় পর্যায়ে ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ৩য় পর্যায়ে তাহিরপুর উপজেলায় মোট ১১০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বেলা ১০ ঘটিকায় ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
সারাদেশে ২৬,২৯৯টি ঘরের শুভ উদ্বোধন হবে। এর সাথে সঙ্গতি রেখে তাহিরপুর উপজেলায় ৪০টি ঘরের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ২১ জুলাই সকাল ০৯ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত থাকবেন।