ছাতক ও দোয়ারাবাজারে খেলাফত মজলিসের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

- আপডেট সময় : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৪৩ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে ও দোয়ারা বাজার উপজেলাধীন পান্ডারগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
১৫ আগস্ট ২০২২ সোমবার খেলাফত মজলিসের পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।
পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন রেদওয়ানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ সভাপতি মাওলানা মঈনুল হক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন – মাওলানা আব্দুল জলিল, মাওলানা কবির আহমদ, মোঃ আব্দুল হান্নান, মাওলানা আহমদ আলী, মাওলানা ইব্রাহিম খলিল প্রমূখ।