বাউবি সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

- আপডেট সময় : ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / 210
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ পালন করে। কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৫টায় জতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় বঙ্গবন্ধুর স্মারক ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ। দিনব্যাপি পিএ সিস্টেমে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো এবং বাদ জোহর দোয়া মাহফিল।
এছাড়াও শোকাবহ আগষ্ট/২০২২ এবং ১৫ আগষ্ট/২০২২ এর ব্যানার টানানো এবং মাসব্যাপি কালো ব্যাজ ধারণ কর্মসূচী রয়েছে।
কর্মসূচী পালনে উপস্থিত ছিলেন বাউবির সহকারী পরিচালক ও সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কো-অর্ডিনেটর খোন্দকার মোঃ হুমায়ুন কবির, নিম্নমান সহকারী আকরাম হোসাইন, মোঃ কুইন ইকবাল ও আব্দুর রহীম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি