যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

- আপডেট সময় : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে এবং এবং সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা পুলিশ, সুনামগঞ্জ বিচার বিভাগ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, সরকারি কৌশুলী ও পাবলিক প্রসিকিউটর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা তথ্য অফিস, বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ এলজিইডি, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ সুনামগঞ্জ সার্কেল, সুনামগঞ্জ খাদ্য বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাউবি সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র, জেলা সঞ্চয় অফিস, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদর চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা তৈরি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।