তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

- আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
মশিউর রহমান, তাহিরপুর থেকেঃ
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের রাছিনগর-মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
কিছু হৃদয়বান মানুষের আর্থিক সহযোগিতায় ও আমার সুনামগঞ্জ ডটকম এর সম্পাদক মোঃ সুহেল আলমের ব্যবস্থাপনায় এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় পিটিএ কমিটির সভাপতি মোঃ কাজিম উদ্দিন, আমার সুনামগঞ্জ ডট কম’র প্রকাশক হাসিনা হাসনাত, এসএমসি কমিটির সহসভাপতি অমর কান্তি তালুকদার, প্রধান শিক্ষক সুপ্রীতি রানী তালুকদার, পুরানবারুঙ্কা জামে মসজিদের ইমাম মাওলানা সাইকুল ইসলামসহ স্কুলের শিক্ষক পাপিয়া সুলতানা, অজান্তা রানী তালুকদার, মোঃ জাকারিয়া রহমান, মোঃ মশিউর রহমান, ইফতি, মোঃ এবাদুর রহমান, অভিভাবকসহ এলাকার সন্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিশু শ্রেণির মোট শিক্ষার্থী ১৬ জন। তাদের প্রত্যেককে ০৩টি করে পেন্সিল, ০২টি করে রাবার, ০১টি করে কাটার ও ০১টি করে পেন্সিল বক্স দেওয়া হয়।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট শিক্ষার্থী ৫৬ জন। তাদের প্রত্যেককে বাংলা খাতা ০২টি, ইংরেজি খাতা ০২টি, গণিত খাতা ০৫টি ও ০৪টি করে কলম দেওয়া হয়।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থী ৪৮ জন। তাদের প্রত্যেককে খাতার কাগজ ০৫ দিস্তা ও ০৬টি করে কলম দেওয়া হয়।
এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ০৩টি করে খাবার স্যালাইন দেওয়া হয়।