ছাতকের ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ ২৪ লক্ষ টাকা বিতরণ

- আপডেট সময় : ০২:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধিঃ
শতাব্দীর ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্থ ছাতকের ইসলামপুর ইউনিয়নের মোট ৫২৫ টি পরিবারের মধ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা Oxfam এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাফরটস ফর রুরাল এডভান্সম্যান্ট (ইরা)’র ব্যবস্থাপনায় নগদ প্রায় ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার ২য় ধাপে ইমার্জেন্সী রেসপন্স ফর ফ্লাশ ফ্লাড প্রজেক্টের আওতায় ২৯৫ টি পরিবারের মধ্যে নগদ ৪,৫০০ টাকা হারে বিতরণ উপলক্ষে জামেয়া ইসলামিয়া বনগাঁও মাদ্রাসা ও ইউপি কমপ্লেক্স ভবনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইরা’র প্রজেক্ট ম্যানেজার নুরুজ্জামান, ইউপি সদস্য শফিক আলী, ময়না মিয়া, বাহার উদ্দিন, আলী হোসেন, সিরাজ মিয়া, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াছ আলী।
উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য রাহেনা বেগম, সাহিদা বেগম, হাজেরা বেগম, ইরা’র প্রজেক্ট অফিসার হাসনা হেনা, ফিল্ড অফিসার মামুন আহমদ, দেলোয়ার হোসেন, মিস দিপালী রায়, মিস উমা দাস প্রমুখ।