দোয়ারাবাজারে আল-মদিনা একাডেমির উদ্যোগে গুণীজন সংবর্ধনা

- আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
সোহেল মিয়া,দোয়ারাবাজার থেকে:
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের আলমদিনা একাডেমি’র উদ্যোগে গুণীজন-প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। সংবর্ধিত অতিথিরা হলেন- আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিপলু, আমেরিকা অ্যাপল ব্যাংকের অফিসার জিয়াউল আহমদ জামিল, ইতালী প্রবাসী আবুল কালাম আজাদ ও মালয়েশিয়া প্রবাসী সাদিকুর রহমান জালাল।
প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবী ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্যসচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ডিরেক্টর আলহাজ্ব আতাউর রহমান, আল-মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) সভাপতি শফিকুল ইসলাম, নসকস’র সাবেক সভাপতি আবিদ রনি, নসকস সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, শিক্ষক গোলাম সামদানী সুমন, জুয়েল আহমদ, নসকস’র প্রচার সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আল-মদিনা একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক ইভেন্ট পরিবেশন করে।