ছাতকে কিশোরকন্ঠ পাঠক ফোরামের সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
আবু সুফিয়ান ত্বোহা, দোলারবাজার থেকেঃ
“কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা দক্ষিণের উদ্যোগে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কিশোরকন্ঠ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা—২০২২ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা দক্ষিণের পরিচালক আবু সুফিয়ান ত্বোহা’র সভাপতিত্বে ও সহকারি পরিচালক আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মোঃ আমিনুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন— “জ্ঞান-বিজ্ঞান ও ট্যাকনোলজিতে যারা যত বেশি অগ্রসর তারাই পৃথিবীর নেতৃত্ব দিবে। উপস্থিত সবাইকে আগামী দিনের পৃথিবী পরিচালনার দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।”
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলু, সুনামগঞ্জ শহর ফোরামের পরিচালক ফারহান শাহরিয়ার ফাহিম, স্থানীয় ফোরাম পরিচালক ফাহিম আহমদ।
অনুষ্ঠানে নাঈম আহমদ রুবেল, ফাহিম আহমদ, মোঃ আলমগীর, জুবায়ের আহমদ, আবুল হোসেনসহ বিভিন্ন স্কুলের শ্রদ্ধাভাজন শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।