তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

- আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আব্দুল আলিম, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর পদোন্নতি ও বদলী জনিত কারণে বিদায় উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন রাফি, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সদস্য আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানবির আহমেদ, ক্রীড়া সম্পাদক খুরশেদ আলম, সাংবাদিক সুজন, রুবেল মিয়া, আসমাউল হাসান প্রমুখ।