ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ২০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন “ছাতক ইসলামিক সোসাইটি” ইউকে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর, রবিবার সোসাইটির চেয়ারম্যান লোকমান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী এনামুল হক শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার ও খতিব আজমল মাসরুর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট এর ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, কাউন্সিলর ফারুক আহমদ, কাউন্সিলর সরুক মিয়া, কাউন্সিলর কবির আহমদ, সাবেক কাউন্সিলর মাহবুব আলম মামুন, সাবেক কাউন্সিলর শাহিদ আলী, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম শায়েখ আব্দুল মুনিম, নুরুল ইসলাম এমবিই, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আহবাব মিয়া, কমিউনিটি লিডার ইসলাম উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির ইউকে এর সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, ট্রেজারার মাওলানা সালেহ আহমদ, ফান্ড রাইজিং সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রজেক্ট ম্যানাজার ইমদাদুর রহমান, এডুকেশন সেক্রেটারী আতিকুর রহমান, অর্গেনাইজেশন সেক্রেটারি শফিকুর রহমান, সমাজ কল্যাণ সেক্রেটারি আবু সাঈদ নীলু, মুহিব আহমদ প্রমুখ।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মতিউর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আনোয়ার হোসেন আনু, শাহনুর আলী।