জলকন্যার প্রকাশনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান

- আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
জলকন্যা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য ম্যাগাজিন জলকন্যার তৃতীয় সংখ্যার প্রকাশনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলোকিত ব্যক্তিত্ব শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে (অব.) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ জনাব পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব রজত কান্তি সোম মানস, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম (অব.) যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাখো রাজ। আরো বক্তব্য প্রদান করেন সুরমার মোহনার সম্পাদক কবি ফজলুল হক দোলন, কবি এসডি সুব্রত, কবি রাজেশ কান্তি দাশ, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, কবি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক ও গবেষক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু।