শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক তৈরির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত ও নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি/মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে গণজাগরণ সৃষ্টিতে প্রশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
মাদক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, জনবল কাঠামো ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) এর আলোকে প্রশিক্ষকের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা/মাদকদ্রব্যের অপব্যবহার রোধের পদ্ধতি বিষয়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মনির হোসেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক মোঃ ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসার অধ্যক্ষ মোঃ আলীনূর, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইনছান মিঞা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছির আলম, সুরমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, আব্দুল আহাদ শাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
Good Inatiative.
Good Initiative.