সংবাদ শিরোনাম ::
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালকের এইচএমপি উচ্চ বিদ্যালয় পরিদর্শন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / 273
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হাজী মকবুল পুরকায়স্থ (এইচএমপি) উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ।
সোমবার বিকালে তিনি এইচএমপি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সরকারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরীর, এইচএমপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবি ইয়াকুব বখত বাহলুল, প্রধান শিক্ষক মোঃ ইনছান মিঞা, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে আসলে স্কাউট দল অতিথিবৃন্দকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচছা জানান।
পরে অতিথিবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় নতুন শিক্ষাক্রম বিষয়ে বক্তব্য রাখেন।