সুনামগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

- আপডেট সময় : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন হয়েছে।
আজ বুধবার রাত ৮ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক প্রয়াত পীর হাবিবুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখতের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রতজ কান্তি সোম, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মনির উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, আওয়ামী লীগ নেতা অমল কর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফরেখার উদ্দিন চৌধুরী, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাংবাদিক আল-হেলাল, সেলিম আহমদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, আজাদুল ইসলাম রতন, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহের, সাংবাদিক মিজানুর রহমান, এমরানুল হক চৌধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, সংবাদপত্র পরিবেশক আব্দুল লতিফ, সাংবাদিক জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম শ্যামল, আমিনুল হক, মোঃ সুহেল আলম, ফোয়াদ মনি, আনোয়ারুল হক, ফরিদ মিয়া, বাবুল মিয়া, শহীদনূর আহমেদ, কর্ণবাবু দাস, মোসাইদ রাহাত, সামিয়াব তাজুল প্রমুখ।