এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
.
সোমবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইনছান মিঞা। এর পূর্বে এইচএমপি উচ্চ থেকে একটি র্যালি শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন শেষে পুনরায় এইচএমপি উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
.
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ মহাজোটের যুগ্ম মহাসচিব কে. এম শামসুল আলম রাসেলের পরিচালনায় মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ উস্তার আলী, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার আহমদ মোস্তাক, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দীন, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুস সাত্তার, টেংরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমদ তালুকদার।
.
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।