তাহিরপুরে নৌকাশ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কুদরতে এলাহী মারুফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মানবতার মুক্তি আসতে পারে একমাত্র ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার আইবি ডব্লিউ এফ এর সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের তাহিরপুর উপজেলার সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ সভাপতি মোঃ আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, কোষাধ্যক্ষ আল আমিন প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত করেন উপজেলার নৌকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মোঃ শাহজাহান আলী।