সুনামগঞ্জে বসবাসরত জামালগঞ্জবাসীর ইফতার মাহফিল

- আপডেট সময় : ১১:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জে বসবাসরত জামালগঞ্জবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী’র সভাপতিত্বে ও ব্যবসায়ী সিরাজুল হক ওলি’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, আলহেরা জামিয়ার সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম, মাহফিল উপকমিটির আহ্বায়ক মো. মদরিছ মিয়া চৌধুরী, ব্যবসায়ী রণজিৎ তালুকদার, অ্যাডভোকেট শাহিনুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালেক।
উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা নেছার আহমদ চৌধুরী, ব্যবসায়ী আব্দুল মতিন, সেলিম আহমদ জায়গীরদার, অ্যাড. আব্দুল কাদির জিলান, মাওলানা নুর হোসেন, অ্যাড. শাহীনুর রহমান, অ্যাড. আব্দুল খালিক, অ্যাড. মহসীন রেজা মানিক, প্রভাষক নজরুল ইসলাম, এনামুল হক নাজির, লিটন সরকার, আবুল খায়ের মাস্টার, ফয়ছল আলম, ব্যবসায়ী রুমেল হায়দার, বজলু চৌধুরী, আমিরুল ইসলাম, আইনজীবী সহকারী আব্দুল বারিক তালুকদার, আলী আজম রাজু, এইচএমপি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ তফাজ্জুল হক, এমদাদুল হক সাঈদ, ব্র্যাক কর্মকর্তা মো. বায়েজীদ চৌধুরী, সাংবাদিক আবু হানিফ, ইমরান খান, দিলাল আহমদ প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন হাফিজ লোকমান আহমদ, মোনাজাত পারিচালনা ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মাওলানা নুর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাদের বখত বলেন, জামালগঞ্জবাসীর সাথে আমাদের সম্পর্ক অনেক পুরনো। আমাদের পরিবারের সবার জামালগঞ্জের মানুষের সাথে বিচরণ ছিল। আমার বড়ভাই মরহুম আয়ূব বখত জগলুলের মৃত্যুর পর উপনির্বাচনের সময় আপনারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছেন তা ভুলার নয়। আপনারা বসার জন্য যে জায়গার কথা বলেছেন নিশ্চয়ই এর আমার প্রচেষ্টা থাকব।