তাহিরপুরে বজ্রপাতে নিহতের পরিবারের পাশে জামায়াত

- আপডেট সময় : ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধিঃ
উপজেলা তাহিরপুরের বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামে বজ্রপাতে নিহত রমজান আলীর পরিবারের সাথে দেখা করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
গত রবিবার সকালে বজ্রপাতে নিহত হন রমজান আলী।
সোমবার সাক্ষাতের সময় তাহিরপুর উপজেলা আমীর অধ্যাপক রুকনুদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন তালুকদার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান, ডা. মহিউল ইসলাম মাসুম, আব্দুল হাকিম, ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াকুব হোসেন, মাওলানা হারুন বিন লায়েছ, যুবনেতা সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে জামায়াত নেতৃবৃন্দ নিহত রমজান আলীর পিতা মোঃ হাছেন আলীর হাতে নগদ সহায়তা প্রদান করা হয়।
এসময় জামায়াত নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মহান মাওলার দরবারে মোনাজাত করেন।