সুনামগঞ্জে বিএনপির অবরোধ জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে পিকেটিং ভাঙচুর

- আপডেট সময় : ১২:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা অবরোধ সমর্থনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলামের নেতৃত্বে যানবাহনে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর এলাকায় এই ভাঙচুর করা হয়।
এসময় তারা ২টি বাস ও ২ টি সিএনজি অটোরিকশা ও একটি পিক-আপ ভ্যান ভাঙচুর করে। আশপাশে থাকা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে ভয়ে সকল দোকানপাট বন্ধ করে দেন তারা।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন জানান- অবরোধ চলছে চলবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী আহুত তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল করে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা সড়ক থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।