সুনামগঞ্জে অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের মিছিল সমাবেশ

- আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অবরোধের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে এ অবরোধবিরোধী মিছিল করা হয়।
এর আগে সুনামগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবরোধের প্রতিবাদে মিছিল করে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এরপর সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর পর্যন্ত মোটর শোভাযাত্রা করে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সদস্য এ টি এম শাহিন রেজা, আওয়ামী লীগ নেতা আনোয়ার হুসেন ও সুদীপ্ত রায়সহ অন্যান্যরা।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন-‘ চোরাগোপ্তা হামলা করলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। সুনামগঞ্জ একটি শান্তির শহর। শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সুনামগঞ্জে সবাই মিলে-মিশে সুন্দরভাবে বসবাস করবো।