সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন

- আপডেট সময় : ০২:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করে দিয়েছিল দলটি।
.
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন নেতা। তারা হলেন বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছন। শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, আওয়ামী লীগ নেতা অনুকুল তালুকদার, সুবীর নন্দী দাস ও রিপা সিনহা, জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যোত কুমার তালুকদার।
.
উল্লেখ্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছন।
.
শনিবার, রবিবার এবং সোমবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তারা।