পুরান বারুংকা মডেল মাদরাসায় One Day One Word প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৭৪৮ বার পড়া হয়েছে
মাদরাসা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা মডেল মাদরাসায় One Day One Word প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লিখিতভাবে অনুষ্ঠিত জানুয়ারি মাসের One Day One Word কার্যক্রমের প্রতিযোগিতায় ইবতেদায়ী দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীরা মৌখিকভাবে অংশ নেয়।
.
পরে প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার তুলে দেন সুপার (ভারপ্রাপ্ত) জনাব জাকারিয়া আহমদ, ইবতেদায়ী মৌলভী জনাব তছকির আহমদ, ইবতেদায়ী শিক্ষক জনাব রিমা আক্তার ও জনাব নাঈমা আক্তার।
.
উল্লেখ্য, পহেলা জানুয়ারি থেকে প্রতিদিন বাংলা শব্দের একটি করে আরবি ও ইংরেজি প্রতিশব্দ দেওয়া হতো। ইনশাআল্লাহ, এভাবে প্রতিমাসের প্রতিদিন একটা করে বাংলা, আরবি, ইংরেজি শব্দ দেওয়া হবে।