বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকলিপি

- আপডেট সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
———-
তাহিরপুর উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন কয়েকজন অভিভাবক। ২১ ফেব্রুয়ারি, বুধবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ আলীর নিকট এই স্মারকলিপি তুলে দেন তারা।
.
লিখিত স্মারকলিপি সূত্রে জানা যায়, আগামী ২৩/২/২০২৪ খ্রি. তারিখে প্রধান শিক্ষক পদে একটি নিয়োগ পরীক্ষা রয়েছে। এই নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক শাহীমা খাতুনকে নিয়োগ দিতে আরও ৪জন ডামি প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি আমলে নিয়ে পাতানো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষ, অভিজ্ঞ ও নীতিবান প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে।
অভিভাবকদের পক্ষে লিখিত অভিযোগে স্বাক্ষর করেন বাবুল মিয়া, কামরুল,নিজাম, ফজল মিয়া, আব্দুল কাদির, রেজাউল ও হাফিজ উদ্দিন প্রমুখ।
অভিযোগকারীরা জানান, আগামী শুক্রবার আমাদের উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। উক্ত নিয়োগে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীমা খাতুনকে প্রধান শিক্ষক হিসেবে মনোনিত করতে আরও ৪জন ডামী প্রার্থীকে আবেদন করানো হয়েছে। শুধু শাহীমা খাতুনকে নিয়োগের কোরাম পূর্ণ করতেই তাদেরকে আবেদন করানো হয়েছে। আমরা চাই এ নিয়োগ প্রক্রিয়া বাতিল পূর্বক পূনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ করা হোক।
আবেদনকারীদের মধ্যে শাহীমা খাতুন, কামরুজ্জামান, মিছবাহুল আলম,লিটন ও রফিকুল ইসলাম।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ আলী জানান, সভাপতি বরাবরে একটি লিখিত অভিযোগ পেয়েছি।’
ম্যানেজিং কমিটির সভাপতি শুয়েব আহমদ জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল পুর্বক নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।