সংবাদ শিরোনাম ::
ছড়া-তৃপ্ত চোখের দৃষ্টি-মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
ছড়া
তৃপ্ত চোখের দৃষ্টি
মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল
.
কে এঁকেছে এই ছবিটি
কে দিয়েছে রং,
কার আবাসন এই বাড়িটি
দোচালা এই টং।
.
বাড়ির পাশে সবুজ রঙের
কে বিছালো ঘাস,
কার তুলিতে আঁকা ছবি
বাড়ির চারিপাশ।
.
কার হাতের ছোঁয়ায় বলো
মনোরম এই সৃষ্টি ,
দেখে নয়ন শীতল আমার
তৃপ্ত চোখের দৃষ্টি।
২৭ মার্চ, ২০২৪, সুনামগঞ্জ