তাহিরপুরে পুসাস এর শিক্ষা বিষয়ক সেমিনার ও আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধি:
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুরে শিক্ষা বিষয়ক সেমিনার ও আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।
১৪ই জুন, শুক্রবার পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ এর উদ্যোগে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম দানু, ম্যানেজিং কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক জনাব মঈনুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সেমিনার ও আইডিয়া কন্টেস্টে তাহিরপুর উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে, অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের আইডিয়া কনটেস্ট পরীক্ষা পরিচালনা করা হয় এবং পরবর্তীতে অনুষ্ঠিত সেমিনারে পরীক্ষায় ভালো ফলাফল করা ও বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার উপায় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত আইডিয়া কন্টেস্ট এবং সেমিনার পরিচালনা করেন পুসাসের সভাপতি অয়ন চন্দ, সাধারণ সম্পাদক গালিব রাহাত, মডারেটর মুহসিন জামিল, অর্থ সম্পাদক মোবারক হোসেন, ফারহান রহমান, সেমিনার বিষয়ক সম্পাদক হাসিবুল হোসাইন শান্ত, কার্যকরী সদস্য জাকির হোসাইন তামিম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ইসমাইল আহমদ তালহা, হৃদর সাহা বৃন্ত, হিমেল বর্মন (পিউল), সানিয়া মল্লিক,খাইরুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আদনান হুমায়ুন শাহরিয়ার, মোঃ ইশতিয়াক হক ইফতি, সৈকত তালুকদার (মিশন), মোঃ মাহমুদুল হাসান ফারুকী (রাইয়ান), মাহিদুল ইসলাম শুভসহ সুনামগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা।