তাহিরপুরে শ্রমিককল্যাণ ফেডারেশনের সীরাতুন্নবী ( সা) পালিত

- আপডেট সময় : ০১:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন এর উদ্যোগে সীরাতুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
.
মঙ্গলবার সকালে বালিজুরী আদর্শ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ।
.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সালেহ আহমদ।
অতিথিবৃন্দ প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কর্মের উপর আলোচনা করে সবাইকে সামগ্রিক জীবনে রাসুলের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ করেন।