তাহিরপুরের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট সময় : ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / 164
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাহিরপুর উপজেলার উদ্যোগে প্রান্তিক কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠি হয়েছে।
৪ অক্টোবর উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার হাসান উদ- দৌলার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ পরিদর্শক বিমল চন্দ্র সোম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময় শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি অধিক ফলন উৎপাদনেও সক্ষম।
সভাপতি তার বক্তব্যে বলেন কৃষিশিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। প্রযুক্তি ব্যবহারের সুফল সবাইকে জানাতে হবে। কৃষি কাজকে প্রযুক্তি নির্ভর করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাসান উদ -দৌলা ।
উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, সদস্য এস এম মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১ম ধাপে ৪ টি ইউনিয়ন থেকে ষাট জন কৃষক উপস্থিত ছিলেন।