তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

- আপডেট সময় : ০৯:১৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / 145
আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর থেকে
তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গোটিলা গ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত হলেন-মোস্তফ কামাল (৪৫) মন্তু মিয়া (৩৫) ইসকন্দর (৩৮) সিকান্দার (৫০) আবদুস সামাদ (৩২) আম্বিয়া খাতুন (৬২)।
ঘটনাসূত্রে জানা যায়,
গোটিলা গ্ৰামের নূর ইসলাম ও হাদিস মিয়া গংরা আনুমানিক রাত ৮:০০টায় পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দা, রামদা, কিরিস, ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মকভাবে জখম করে। আশঙ্কাজনক তিন জনকে উন্নত চিকিৎসার জন্য উসমানি মেডিকেলে স্থানান্তর করা হয়। স্হানীয় সূত্রে জানা যায় বিষ খাওয়ার ঘটনা রটানোকে কেন্দ্র করে এই ধরনের সংঘাতের তৈরি হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাই হাফিজ মর্তুজা আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।