ছাতকের গোবিন্দগঞ্জে সোমবার,আসছেন জাগ্রত কবি মুহিব খাঁন সুর সম্রাট মশিউর রহমান শিল্পী রুকনুজ্জামান

- আপডেট সময় : ০২:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
পাপলু মিয়া, ছাতক থেকে:
নাস্তিক্যবাদী,পৌত্তলিক সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায়, সুস্থ সংস্কৃতি বিকাশে ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর উদ্যোগে ২১ শে অক্টোবর সোমবার বিকাল ৩:০০ ঘটিকা থেকে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা|উক্ত সংগীত সন্ধ্যায় প্রধান আকর্ষণ হিসাবে সংগীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খাঁন ঢাকা|
এছাড়া আরও সংগীত পরিবেশন করবেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ঢাকা, এডভোকেট শিল্পী রোকনুজ্জামান যশোর,শিল্পী জোবায়ের আহমদ সাংস্কৃতিক সম্পাদক অত্র পরিষদ,শিল্পী মশহুদ আহম সদস্য কলরব শিল্পী গোষ্ঠী ঢাকা,শিশু শিল্পী গোষ্ঠী মিসবাহুল হুদা মাদ্রাসা লামাকাজী,বিশ্বনাথ,সিলেট|
উক্ত সংগীত সন্ধ্যায় আপাময় জন-সাধারণের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জনাব আতাউল মগনী,সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, সেক্রেটারী জনাব মোক্তার হুসাইন|