সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ শহরে মুদির দোকানে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ শহরে এক মুদির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ সদর থানার পুর্ব দিকের বাউন্ডারি ঘেঁষা এডভোকেট ক্লাব মার্কেটে সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা সংগঠিত হয়েছে।
দোকান মালিক আবুল বরকত জানিয়েছেন, রাত ১২টায় দোকান বন্ধ করে তিনি বাসায় যান। আজ মংলবার সকাল ৮ টায় এসে দোকানের সাটার ভাংগা দেখতে পান। তার দোকান থেকে নগদ টাকা ভোজ্যদ্রব্য সিগারেটসহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরেরা নিয়ে গেছে বলে জানান তিনি।
এব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
থানা এলাকার মধ্যে এরকম চুরির ঘটনায় পার্শ্ববর্তী ব্যাবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও আশঙ্কা করছেন অনেকই।