তাহিরপুর সচেতন মহলকে নিয়ে স্যানসিটাইজেশন সভা

- আপডেট সময় : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে নিয়ে বন্যা পরবর্তী করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩(অক্টোবর) বুধবার সকাল১০ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা শুভ রায় সুমনের পরিচালনায় এবং জেলা তথ্য পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বন্যা পরবর্তী সময়ে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি বিভিন্ন সহায়তা প্রকৃত ভুক্তভুগীদের কাছে পৌঁছে দিতে ইমামদের ভুমিকা অপরিসীম। ইমামরাই পারেন প্রতিটি গ্রাম এবং মহল্লায় ঘটে যাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরে প্রসাসনকে সহযোগীতা করতে।
সভায় সচেতন মহলক ছাড়াও বিভিন্ন প্রাশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সমাজকর্মী, ও সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।