নিয়োগ বাণিজ্য
সাবেক এমপি রতনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্য করায় সুনামগগঞ্জ ১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনসহ ১৩ জনের বিরুদ্ধে স্পেশাল জজ আদালতে স্পেশাল পিটিশন ১১/২৪ নং মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় এই মামলাটি দায়ের করেন নিয়োগ বঞ্চিত এক চাকুরী প্রার্থীর নিকটাত্বীয় তাহিরপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী।
মামলার অন্যান্য আসামীরা হলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমকাল ও সুনামগঞ্জের খবর পত্রিকার তাহিরপুর প্রতিনিধি আমিনুল ইসলাম ও তার স্ত্রী মাহমুদা আক্তার, নিয়োগ কমিটির সদস্য স্থানীয় উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুক মিয়া, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক আলী আহমদ খান, মুহিবুর রহমান, তাজিমুল ইসলাম (দুলাল), মিজানুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু আলী, আজিজুল ইসলাম, আবু সাইদ।
মামলার বিবরণে জানা যায় আসামীগণ ইচ্ছাকৃতভাবে স্থানীয়ভাবে পরীক্ষার স্থান নির্ধারণ না করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করেন।
কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও তার ভাই তাজিমুল ইসলাম দুলাল নিয়োগ কমিটিতে থেকে তার স্ত্রী মাহমুদা আক্তারকে হিসাব রক্ষক পদে, ভাই শরীফুল ইসলামকে উপাধ্যক্ষ পদে, ভাগ্নি জামাইয়ের ভাই মহিবুর রহমানকে অধ্যক্ষ পদে, নিকট আত্মীয় আলী (সানি) কে নৈশ প্রহরী পদে নিয়োগের জন্য মনোনীত করেন।
মামলার বাদী মোহাম্মদ আলী জানান, সাংবাদিক আমিনুল ইসলাম এমপি রতনের মাধ্যমে নিয়োগে অনেক অনিয়ম করেছেন। নিয়োগ পরীক্ষায় অন্যান্য প্রার্থীরা অংশগ্রহণ ঠেকাতে সিলেটে নিয়োগ পরীক্ষা নিয়েছেন।