তাহিরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ (অক্টোবর) উপজেলার মোটর সাইকেল স্ট্যান্ড চত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহ্বায়ক আবু সায়েম এর সঞ্চালনায় উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা সহ তথ্য ও গবেষণা সম্পাদক বাবু ভাস্কর রায় সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেয়া নির্দেশনা অনুযায়ী গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা, সর্বস্তরে নিজেদের পুনর্গঠিত করে সাংগঠনিক শক্তি সঞ্চারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গত ৫ ই জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিল আগামী দিনেও দেশ গঠনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।